নিজস্ব প্রতিবেদক ঃ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার বাদ আসর সাহেবপাড়া এলাকায় এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার সকল সচেতন নাগরীকদের মাদক ও সন্ত্রাসসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। তিনি স্থানীয় সংসদ আলহাজ্ব এ.কে.এম শামিম ওসমানের বরাত দিয়ে বলেন, এম.পি সাহেব মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কঠর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন, তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদা সর্চ্চার রয়েছেন, সরকার দলের কর্মি হলেও রেহায় দেওয়া হবে না। ওসি নজরুল ইসলাম আরো বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাকে তথ্য দিন, ততখনাৎ ব্যবস্থা নেওয়া হবে এবং তথ্য দাতার নাম গোপন রাখা হবে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মোজাম্মেল হক, সাহেবপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুবক্কর সিদ্দিক@ আবুল হোসেন, ফজলুর রহমান, কমর আলী মাদবর, আব্দুল হাকিম, আনোরয়ার হোসেন আশিক, নাসিক ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মনির হোসেন, ইয়াসিন আরাফাত রাশেল, মনির হোসেন ও রোকন উদ্দিন। আয়োজনে, মোঃ বাসেদ সরকার, আসলাম মাহমুদ রুবেল, মোঃ নাজমুল আলম সরল, মোঃ সেলিম সিকদার, নিশাত, সাইফুল, শুভ, শামিম, জিল্লু ও শরিফপ্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাহেবপাড়া বাংলাদেশ মহিলা মাদ্রাসার, পিন্সিপাল আনোয়ার জাফরী।