আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের উদ্যোগে ১০ জানুয়ারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকাস্থ ছালেহা সুপার মার্কেট সংলগ্ন রেল লাইন এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম উদ্দিন নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে খোকন সাহা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, একটি লাল সবুজের পতাকা পেতাম না। বঙ্গ বন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাঙ্গালী মুক্তিকামী যোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছে। দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়ে ৭২ সালের ১০ জানুয়ারী বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তাঁর অবদান বাঙ্গালী জাতি কোনদিনও ভুলতে পারবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী দেশরতœ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, মহানগর আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা আমেনা বেগম, থানা যুবলীগের সদস্য সচিব যোবায়ের আহমেদ মনসুর, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকির হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, যুবলীগ নেতা মহসিন ভুইয়া, শাহজাহান, মানিক মাষ্টার, আবুল কালাম আবু, রাব্বী ইসলাম, মানিক সরকার, রবিউল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মী প্রমূখ।

সর্বশেষ সংবাদ