আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।

২৯ জুলাই শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাগর প্রধান, মোহাম্মদ আনোয়ার প্রদান, মোহাম্মদ ইউনুস প্রদান, বাকি ১ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।