আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জপুলস্থ থানা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান।
উক্ত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কালীপদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, থানা যুবলীগ নেতা তোফায়েল হোসেন, শিমুলপাড়া ইউনিয়ণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাস্টার, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, থানা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান পাপ্পু, যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির, ১নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, সাকায়েত আলম সাকু, শ্রমিক লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ রহমত উল্লাহ, আবুল কাশেম, আরাফাত রহমান বাবু, মিলন আহমেদ, রাকিব প্রধান, জাবেদ রনি, ইমরান, পারভেজ আহমেদ, আকাশ খান ডন ও থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, যুবলীগ নেতা খায়রুল প্রমুখ।