নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির লিমিটেডের ডিপোতে লাগা আগুন নেভাতে গিয়ে সাত জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এই আগুনের সূত্রাপাত হয়।আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ‘পদ্মা ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আদমজী ইপিজেড ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুন নেভাতে গিয়ে প্রতিষ্ঠানটির কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।’