নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারিচালিত একটি অটো রিক্সার চালক ও যাত্রী নিহত হয়েছে। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নাছির আহমেদ জানায়, শনিবার রাত আনুমানিক ৩টায় ব্যাটারিচালিত একটি অটো রিক্সাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই অটোচালক এবং অটোতে থাকা এক যাত্রি নিহত হয়। নিহতরা হলো অটোরিক্সার চালক নরসিংদির মনোহরদি হরিনারায়ণপুর এলাকার রতন মিয়ার ছেলে মনির হোসেন (৩০) এবং রিক্সার যাত্রী শরীয়তপুর জেলার ডামুরডা হরিনারায়নপুর এলাকার চান মিয়া মৃধার ছেলে মাহবুব আলম (২৯)।
তিনি আরো জানান, মাহবুব গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় একটি গার্মেন্টের মেশিন অপারেটর হিসেবে কাজ করতো। শনিবার রাত আড়াইটায় মাহবুব ঢাকা থেকে ব্যাক্তিগত কাজ সেরে শিমরাইল মোড় থেকে অটোরিক্সায় করে সৈয়দ পাড়ার ভাড়া বাসায় ফিরছিলো। অটোরিক্সাটি ২নং ঢাকেশ্বরি এসে পৌছলে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে করে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যায়। সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।