আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। অভিযানে ৬ কেজি গাঁজাসহ মোঃ ফয়সাল ইসলাম (২৩) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সোনাকান্দা এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে ৬ এপ্রিল ভোরে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ সজিব (২৬) এবং মোঃ রাব্বী (২৮)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সজিব সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর এর ছেলে এবং অপর আসামী মোঃ রাব্বী একই এলাকার বাবু মিয়ার ছেলে।

অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল ইসলাম মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত অপর আসামী মোঃ সজিব ও মোঃ রাব্বী ছদ্মবেশী মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ