প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা ত্রাণ সামগ্রী ৭ম ধাপে নাসিক ১নং ওয়ার্ডে ৩’শ ৫০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন কাউন্সিলর হাজী ওমর ফারুক। এছাড়া নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরো ৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেন কাউন্সিলর। বৃহস্পতিবার (৩ মে) মিজমিজি পূর্বপাড়া এলাকায় পি.এম. মোড় এবং পাইনাদী নতুন মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিবারগুলোকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- নাসিক ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনা প্রমূখ।
কাউন্সিলর ওমর ফারুক বলেন, নিয়মিত আমি আমার ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্রদান করছি। পাশাপাশি আমার নিজস্ব তহবিল থেকেও অসহায়দের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। ‘ইন-শা-আল্লাহ’ আমার ওয়ার্ডের কোন সম্প্রদায়ের মানুষ না খেয়ে কষ্ট করবেনা। চলমান বর্তমান দুর্যোগে আমি আমার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি এবং করে যাবো।
উল্লেখ্য, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং বিভিন্ন জেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিশাল জনগোষ্ঠি। এদের খাদ্য নিশ্চিতে সরকারী ও বেসরকারীভাবে খাদ্য সহায়তা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় নাসিক ১নং ওয়ার্ডে কাউন্সিলর ওমর ফারুক শুরু থেকে সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে এবং সরকারী খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।