আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে করিম বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং লিডার,চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী করিম বাহিনীর অতর্কিত হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা সুলতানের মোড় এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হামলায় আহত ফয়সালের চার বছর বয়সী ছেলে প্লেকার্ড হাতে তার বাবাকে মারধরের বিচার চান। এসময় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

পাইনাদী নতুন মহল্লা বাড়িওয়ালা কল্যান সমিতির সভাপতি একেএম হারুনুর রশিদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আমিনুল এহসান বাবু, সাধারণ সম্পাদক আবুল জব্বার, দপ্তর সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য সোয়েব আহমেদ ও হামলায় আহতের ছোট বোন অনন্যাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।