আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানী।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজেরা মার্কেট এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবেরী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের ব্যবস্থাপক (মিটারিং এন্ড ভিজিল্যান্স) রফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে কয়েল ও ষ্টীলের ৩টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে প্রায় ৬’শ ফুট অবৈধ গ্যাস পাইপ ও ৮টি ড্রায়ার চেম্বার জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল অফিসের ব্যবস্থাপক (ইএসএস) গোলাম মোস্তফা, উপ-ব্যবস্থাপক আল-মামুন, শাকিল মন্ডল, প্রৌকশলী হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রমূখ।

সর্বশেষ সংবাদ