আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১২ টি দোকান আগুনে পুড়ে গেছে।  শনিবার ভোরে শিমরাইল টেকপাড়া এলাকায় ডেমরা সড়কের পশ্চিম পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।

আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রন করেন। একটি খাবার হোটেলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ দোকান মালিক খালেক ও ফারুক। আগুনে পুড়েছে ১ টি মোটর সাইকেল গ্যারেজ, ১ টি খাবার হোটেল, ৮ টি ভাঙ্গারী, ১ টি চা পান ও ১ টি ব্যাটারী চার্জিং দোকান।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো: শাহজাহান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করি। খাবার হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পেরেছি। তবে ১২ টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, শিমরাইল এলাকায় ডেমরা সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল অবৈধ ভাবে দোকান পাট গড়ে তোলে ভাড়া বাণিজ্য করছে। কয়েক শতাধিক দোকান রয়েছে এ সড়কের দুই পাশে।

সর্বশেষ সংবাদ