আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নবকে ইয়াবা গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তার বাড়িতে থাকা সিসি ক্যামেরার ক্যাপচার মেশিন জব্দ করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা ইব্রাহিমের নেতৃত্বে  অভিযান চালিয়ে তার বাড়ি থেকে জয়নবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। তিনি বলেন, আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

জানাগেছে, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রভাবশালীদের শেল্টারে থেকে প্রকাশ্যেই সকল প্রকার মাদক বিক্রি করে আসছিলেন সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নব।

সর্বশেষ সংবাদ