আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধান্তের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জসহ সারাদেশে আপাতত কোনো নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। তবে বিএনপি বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নেবে না। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানির ভোজ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালে নাসিক নির্বাচনে বিএনপির প্রথম মেয়র প্রার্থী ছিলেন এড. তৈমূর আলম খন্দকার । তিনি ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। এর পরের নির্বাচনে বিএনপির প্রার্থী হয় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন। তিনি বিশাল ভোটের ব্যবধানে হেরে যান । এখন দেখার অপেক্ষা তাদের কপালে এবার কি আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে সব দল অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। তাদের কর্মীরাও সক্রিয় থাকবে। সিটি নির্বাচনের প্রভাব সংসদ নির্বাচনে পড়তে পারে।