আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সালাহহীন মিসর হাড্ডাহাড্ডি লড়াই করেই হাড়ল

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

সংবাদচর্চা রিপোর্ট:

নির্ধারিত সময়ের এক মিনিট খেলা বাকি তখন, মিসর সমর্থকরা প্রস্তুতি নিচ্ছিলেন উচ্ছ্বাস করার। শক্তিশালী উরুগুয়েকে রুখে দিতে যাচ্ছে তাদের দল। না, তাদের সে আনন্দ উদযাপনের প্রস্তুতি মাটি হয়ে যায়। শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। পুরো ম্যাচে ভালো খেলেও কপাল পুড়ে মিসরের।

২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে এসে অবশ্য ভালোই খেলেছে মিসর। আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ঠিক, কিন্তু শক্তিশালী উরুগুয়ের সঙ্গে অনেকটা সমানতালে লড়েছে তারা।

ম্যাচের ৮৯ মিনিটে দার্রুণ একটি গোল করে উরুগুয়ে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয়। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নদের এদিনের জয়ের নায়ক হোসে মারিয়া গিমেনেজ।

অবশ্য চোটের কারণে মিসরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ খেলতে পারনেনি। কিন্তু তাঁর সতীর্থরা মোটেও বুঝতে দেয়নি তা।

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত এই ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। কেউ কাউকে একবিন্দু ছাড় দেয়নি।

তবে ম্যাচের ২৩ মিনিটে উরুগুয়ে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে। দলটির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ একেবারে পোস্টের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি। বল বাইরে পাঠিয়ে দেন।

দু’একটি সুযোগ পেয়েছিল মিসরও। কিন্তু কাজে লাগাতে পারেনি। অবশ্য ম্যাচের একাবের শেষ মুহূর্তে পেয়ে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুয়ারেজের দল।