নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ কলেজের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহরের সিরাজ উদ্দৌলা রোড সংলগ্ম নারায়ণগঞ্জ কলেজে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নারাযণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, এই বছরকে মজিববর্ষ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এই উপলক্ষে সরকারি তোলারাম, মহিলা,কদম রসুল এবং নারায়ণগঞ্জ কলেজ মিলে অনুষ্ঠান করে দেখিয়ে দিতে চাই, এই জেলার মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে। যারা জাতির জনককে জানতে চায় ও বঙ্গবন্ধু সর্ম্পকে কবিতা আবৃতি করতে চায় তারা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারবে। সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আমরাও পারি।
নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারাযণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান,সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলারানি সিংহ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব, বিকেএমইর সহসভাপতি মো. হাতেম, সদস্য জি এম ফারুক, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।