আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পন করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ

ইমরান সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ উদ্যোগে পুস্পস্তবক করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শেখ শফিউল আজম, এটিএম পেয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ এহসানুল হায়দর চৌধুরী বাবুল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম বেদার, উপ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রাশেদ খান মেনন, মোঃ আকতার হোসেন, অধ্যাপক খুরশিদ আলম, মরহুমের পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন প্রমুখ।