আড়াইহাজারে সাপের কামড়ে শাবন্ত্রী আক্তার (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাবন্তী ওই গ্রামের শহিদুল্লার মেয়ে।
আড়াইহাজার হাসপাতাল সুত্রে জানা গেছে, শাবন্তীকে বুধবার দুপুরে তার বাড়িতে হঠাৎ একটি সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পরে তার পরিবার সারা দিন কবিরাজ দিয়ে তাকে ভাল করার চেষ্টা করে।
অবস্থা খারাপ হলে রাত সাড়ে ৯টায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ ঘটনা নিশ্চিত করেছেন।