আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সানি লিওনের হিংসা

অনলাইন ডেস্ক:

প্রিয়াঙ্কা চোপড়ার শারীরিক গঠন দেখে হিংসে করেন সানি লিওন! বলিউডে এমন গুঞ্জন শুরু হওয়ার আগেই এ কথা প্রকারান্তরে স্বীকার করে নিলেন খোদ সানি!

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে নিজের ওয়ার্কআউটের ভিডিও লঞ্চ করেছেন সানি। বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেস সানির মতে ঈর্ষণীয়। সে কারণেই তাকে হিংসে করেন সানি। তার কথায়, ‘প্রিয়াঙ্কার শরীরের গঠন খুব ভালো। আমারও ওর মতো চেহারা হলে ভালো হত।’

সানির মতে, তারা এমন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যেখানে প্রত্যেকেরই ফিট থাকা দরকার। ক্যামেরায় নিজেকে ভালোভাবে দেখাতে হলে প্রতিদিন ওয়ার্কআউট করাটা জরুরি। তিনি ভিডিওতে এমনভাবে ওয়ার্কআউট করে দেখিয়েছেন যাতে কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। কেউ চাইলে বাড়িতেই অনায়াসে তা করতে পারবেন। ফিটনেস ট্রেনার মিকি মেহেতার কাছে দীর্ঘদিন ধরে ট্রেনিং নিচ্ছেন সানি।

মিকি জানিয়েছেন, ফিটনেসের ব্যাপারে সানি দুর্দান্ত। যে কোনো ব্যায়াম ও খুব সহজে করতে পারে। প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি বলিউডে হৃতিক রোশনের শারীরিক গঠনেরও প্রশংসা করেছেন সানি।