নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রপ্ত আসামী নূর হোসেন ও তার তিনজন সহযোহগীর বিরুদ্ধে দায়ের করা ৭ মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে নারায়ণগঞ্জের একটি আদালতে।
রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
এর আগে এদিন নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। আদালতপাড়ায় এ কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছিলো।
দায়েরকৃত ৭ মামলার অন্যান্য আসামী হলেন, সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এপিপি ) এড.জাসমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি গ্রহণ করা হবে।