আজ রবিবার, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাজাপ্রাপ্ত আসামী জাকির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১।

শুক্রবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।আসামী জাকির হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১১’র লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চুরি মামলা হয়। এরপর থেকেই তিনি কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০০৯ সালে তিনি দুবাই চলে যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২০ সালে তিনি দেশে ফিরে নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকেন।