আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির উদ্যোগে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে চাষাঢ়ার নারায়ণগঞ্জ শহীদ মিনারে এ অনশন অনুষ্ঠিত হয়। পরে সাগর রুনি হত্যার বিচারের জন্য ৫ দফা দাবি তুলে ধরা হয়।

অনশনে সরকারের উদ্দেশ্যে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাগর রুনি হত্যাকান্ডের পর আজ পর্যন্ত ঘটনা তদন্তের বিষয়ে সরকার ও সংস্থার গৃহীত পদক্ষেপ সর্ম্পকে বিস্তারিত তথ্য দিয়ে আগামি ১৫ দিনের মধ্যে সরকারি প্রেসনোট জারি করতে হবে। তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাধিক চৌকস কর্মকর্তাদের মধ্য থেকে ৫ সদস্যের একটি পরামর্শক ও তদারকি কমিটি গঠন করতে হবে। তবে কমিটির সদস্যরা কমপক্ষে ডিআইজি পদমর্যাদার হবেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে সম্পাদক পরিষদকে প্রতি মাসে অন্তত একবার জানাতে হবে। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে সাগর রুনি খুনিদের গ্রেপ্তার করে বিচার কাজ সম্পন্ন করতে হবে। এছাড়াও যে সকল সাংবাদিক হত্যা নির্যাতন ও হয়রানীর শিকার হয়েছেন সে সকল অপরাধে যারা জড়িত অবিলম্বে তাদের আইনের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে বিচার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আবু সাউদ খাঁন মাসুদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম রফিক, দৈনিক মানব জমিনের বিল্লাল হোসেন রবিন, দৈনিক সমকালের এম এ খান মিঠু, নিউ এজ’র রফিকুল ইসলাম জীবন, লাইভ নারায়ণগঞ্জ’প্রধান নির্বাহী মোহাম্মদ কামাল হোসেন, প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক মো. ফখরুল ইসলাম, নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সীমান্ত প্রধান, প্রথম আলো’র সংবাদদাতা গোলাম রব্বানী শিমুল, যুগের চিন্তার প্রধান নির্বাহী মোস্তাক আহমেদ শাওন, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ফতুল্লা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক সোনালী, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী ও দৈনিক সংবাদচর্চা’র প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খাঁন সহ অনেকে। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল। প্রতীক অনশন থেকে পরে সাগর রুনি হত্যার বিচারের জন্য ৫ দফা দাবি তুলে ধরা হয়।

আরএইচ/এসএমআর