আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিব এখন ফুটবলার

সাকিব আল হাসান, বর্তমান বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার। ছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। কিন্তু সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে মাঠের বাইরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা।

জুয়াড়িদের প্রস্তাব গোপন করার অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে এর মধ্যে এক বছর রয়েছে স্থগিত নিষেধাজ্ঞা।

তবে ঘরে বসে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। নেমে পড়েছেন ফুটবল খেলতে। সামাজিক ফুটবল ক্লাব ফুটি হ্যাগসের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেন সাকিব। তাদের প্রতিপক্ষ ছিল দ্যা কোরিয়ান এক্সপার্ট টিম। ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সাকিবের দল ফুটি হ্যাগস। দলটির হয়ে খেলেছেন বেশ কয়েকজন পেশাদার ফুটবলারও।

সর্বশেষ সংবাদ