আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাওঘাটে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪

সংবাদচর্চা রিপোর্ট

রূপগঞ্জ উপজেলার সাওঘাটে একটি ভবনে  বিস্ফোরণের ঘটনায় নিহতে সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ জনে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  দগ্ধ আরিফ (২৬) নামের আরও এক জনের মৃত্যু হয়েছে।  নিহত আরিফের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর গ্রামে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৪ জনে।

গত ২২ এপ্রিল ভোর সোয়া ৩টার দিকে উপজেলার সাওঘাট এলাকার রাবেয়া আক্তার মিলির বাড়িতে বিস্ফোরণে ৩ জন পোশাক কারখানার শ্রমিক নিহত হয়।

তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপ লাইন থেকে নেয়া অবৈধ গ্যাস সংযোগের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।

ঘটনার পর নিহত ৩ জন হলেন, মেহেরপুর জেলার মজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০), ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫) ও পিরোজপুর জেলার শরুফকাটি থানার শারেংকাঠি এলাকার মোশারফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম। নিহত ৪ জনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

তবে বিস্ফোরণের আসল রহস্য এখনো উদঘাটন হয় নাই। তদন্ত চলছে। মঙ্গলবার বাড়ির মালিকের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাড়ির মালিকের দাবি ,গ্যাসের লাইজার অক্ষত আছে ।গ্যাস বিস্ফোরণ ঘটে নাই। কেউ ষড়যন্ত্র করে অন্য কিছু দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে।