নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করেছে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। দেশের নীটওয়্যার খাতের কর্ম পরিবেশের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণের স্বীকৃতি স্বরূপ ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনটি এ পুরস্কার পেল। রোববার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সংগঠনটির হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বিশ্ব মানবসম্পদ উন্নয়ন কংগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন অব বিজনেস যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, এফবিসিসিআইএর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
বিশ্ব মানবসম্পদ উন্নয়ন কংগ্রেসের এমিরেটাস চেয়ারম্যান ড. অরুণ অরোরা এবং ড. হরিশ মেহতা, বিশ্ব মানবসম্পদ উন্নয়ন কংগ্রেসের গ্লোবাল চেয়ারম্যান জ্যাক জোনস, আইআইএম আহমেদাবাদের সাবেকডিন এবং বর্তমান সভাপতি প্রফেসর ইন্দিরা পারেখ, সিএসএসআর ডে এবং ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি-এর প্রতিষ্ঠাতা ড. আরএল ভাটিয়া এই পুরস্কারের জন্য বিকেএমইএ-কে নির্বাচিত করেন।
বাংলাদেশের নীটওয়্যার খাতের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বিকেএমইএ’র ১ম সহ-সভাপতি মনসুর আহমেদ ড. গওহর রিজভী, ড. আরএল ভাটিয়া ও সাউথ এশিয়ান পার্টনারশীপ সামিট এর কো-চেয়ারম্যান আশা জায়ামান্নে এর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।