আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করাকে কেন্দ্র করে সংর্ঘষে আহত ৭

 

সাইনবোর্ড-এলাকায়

নিজস্ব প্রতিবেদক:

“দুনিয়ার মজদুর একহও ” এই শ্লোগানে সামনে রেখে ফতুল্লার সাইন বোর্ড এলাকার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটি। যার  রেজিঃ নং-৪৯৪ । সোমবার ৩০ জুলাই  দুপুর আনুমানিক ২টার সময় শ্রমিক নেতা আলমগীরের নেতৃত্বে মানববন্ধনটি সাইনবোর্ড প্রদক্ষিণ করলে ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের সমর্থকরা বাধা প্রদান করে। এসম উভয় পক্ষের লোকজন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটি সাইনবোর্ড অফিসে দখল নিতে চাইলে দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । এতে মারাত্নকভাবে আহত হয় ৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  আহতরা হলেন, জাকির (৫৪), আব্দুর রাজ্জাক (৫০), নূর ইসলাম (৪০), এরশাদ , রাসেল, সাদ্দাম, সাইফুল।

 

ঘটনাসূত্রে জানা যায়, গত বছরের মাঝামাঝি সময় নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মোঃ শামসুজ্জামান এবং সাধারণ সম্পাদক আলহাজ মোঃ শহিদুল্লাহ স্বাক্ষরিত একটি অনুমতি পত্রের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটি রেজিঃ নং-৪৯৪ এর শাখা কার্যালয় সাইনবোর্ড এলাকার দায়িত্ব রয়েছে শ্রমিক নেতা আলমগীর সহ ২৫ জন সদস্যের উপর। কিন্তু ইতিপূর্বে যা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন বাহিনী জোড়পূর্বক দখল করে রেখেছিলো। এ বিষয়ে শ্রমিক নেতা আলমগীর নাজিম উদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেছেন বলে সূত্রমতে জানা যায়। বর্তমানে উক্ত কার্যালয়টি শ্রমিক নেতা আলমগীর গ্রুপের দখলে রয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মনজুর কাদের জানান, ঘটনাটির সম্পর্কে জানতে পেরেছি। মুলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষটি হয়েছে।এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসে নি।

সর্বশেষ সংবাদ