আজ মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাইনবোর্ডে মিতালি মার্কেটে চিরকুটসহ লাশ উদ্ধার

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটে খুরশীদ আলম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৪ঠা ফেব্রুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের বিল্ডিংয়ের ছাদে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত খুরশীদ আলম কুমিল্লা জেলার মুরাদনগর থানার খামার গ্রাম এলাকার মৃত খালেকের ছেলে। সে জালকুড়ি এলাকায় হোসেন মিয়ার বাড়িতে থাকতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মার্কেটের ১০ নাম্বার বিল্ডিংয়ে লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন। লাশের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, নিহতের মুখে ফেনা ছিল। তাই প্রাথমিকভাবে  ধারনা করছি এটি আত্মহত্যা। চিরকুটে দাম্পত্য কলহের কথা উল্লেখ ছিলো। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ মৃত্যুর কারণ জানা যাবে।