আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক কাজী আনিসুর রহমানের শ্বাশুরি চলে গেলেন না ফেরার দেশে

 

ফতুল্লা সংবাদদাতা ঃ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমানের শ্বাশুরি আলহাজ্ব ফাতেমা আমিন (৭০) ৩০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……………রাজিউন)।

পারিবারিক সুত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, মেয়ে জামাতা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর লালপুর বায়তুল আশ্রাফ জামে মসজিদে মরহুমার জানাজা শেষে লালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী খন্দকার লুৎফর স্বপনসহ বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সভাপতি রনজিৎ মোদক, যুগ্ন সম্পাদক এ আর কুতুবে আলম, কোষাধক্ষ্য নজরুল ইসলাম সুজন, সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য মোস্তাক আহমেদ সুমন, রাকিব চৌধুরী (শিশির) অন্যান্য সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।