আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বাধুনিক পৌরসভা হবে তারাবো-মেয়র হাছিনা গাজী

রূপগঞ্জ তারাবো পৌরসভাকে একটি পরিকল্পতি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন বর্তমান মেয়র হাছিনা গাজী। তারাবোকে একটি পরিচ্ছন্ন সর্বাধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।

সোমবার দুপুরে উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভার কার্যালয়ের অডিটোরিয়ামে ইমারত নির্মাণ ও নকসা অনুমোদন বিষয়ে এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এমন কথা বলেন তিনি। সর্বাধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হলে পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মনোযোগ দিয়ে কাজ করতে আহ্বান করেন।’

পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার সহ অনেকে।