আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকার সব ক্ষেত্রে ব্যর্থ : গণফোরাম

মশার কেনার ওষুধে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। এটা গণতান্ত্রিক নয় আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করার সরকার।

২৯ জুলাই  সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরামের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আবু সাইয়িদ বলেন, এই সরকারের নীতি হচ্ছে গরিবের কাছ থেকে টাকা আদায় করে ধনীদের কাছে দেওয়া। যার জন্য বাংলাদেশে ধনী-গরিবের পার্থক্য বিরাট।

তিনি বলেন, উত্তরাঞ্চলের বন্যাকবলিত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। ডেঙ্গু, খুন, ধর্ষণ, বন্যা সব মহামারিতে রূপান্তরিত হয়েছে। এই মহামারির সরকার জনগণ চায় না।

এ সরকারকে ‘ভোট ডাকাতির সরকার’ হিসেবে অভিহিত করে সুব্রত চৌধুরী বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান জনগণের পাশে নেই। জনগণের দুঃখে তারা পাশে থাকবে না এটাই স্বাভাবিক।

তিনি বলেন, এ সরকার যত দিন দেশ শাসন করবে তত দিন মানুষের দুঃখ বাড়বে। তিনি দুই মেয়রের পদত্যাগ দাবি করেন।

অবস্থান কর্মসূচিতে আরও অংশ নেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য আমসা আ আমিন, জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিমসহ প্রমুখ।