আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি সফর আলী কলেজে নবীন বরণ

আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন সহ সরকারি সফর আলী কলেজের শিক্ষক বৃন্দ।

এছাড়া সরকারি সফর আলী কলেজ এর নবনির্বাচিত ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৃত্য এবং সংগীত পরিবেশ করেন শিল্পীরা।