আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমালোচনার পাশাপাশি আমাদের উন্নয়ন প্রচার করুন

সংবাদচর্চা রিপোর্ট:
সমালোচনার পাশাপাশি রূপগঞ্জে সরকারের উন্নয়ন কাজ সমূহ সাংবাদিকদের প্রচার করার আহবান জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ,এমপি। গতকাল সকালে রূপসী গাজী ভবনে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী এ আহবান জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জের সর্বক্ষেত্রে আমরা উন্নয়ন করেছি। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছি। পাকা রাস্তা করেছি। ভুলতা ফ্লাইওভার হয়েছে। গাজী সেতু হয়েছে। মুড়াপাড়া কলেজ সরকারী করেছি। রূপগঞ্জে শতভাগ বিদ্যুৎ দিয়েছি। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা নেগেটিভ নিউজ বা সমালোচনার পাশাপাশি রূপগঞ্জে আমাদের উন্নয়ন কাজ সমূহ প্রচার করুন। আমি রূপগঞ্জ ছেড়ে যাইনি।
বিএনপি রূপগঞ্জে উন্নয়ন করেনি। তাদের একটা উন্নয়ন দেখান। আপনাদের নেগেটিভ নিউজের কারণে রূপগঞ্জের বদনাম হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন করেছে।

তিনি বলেন, সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা হচ্ছে। আমরা আবার ক্ষমতায় যাবো। জনগণ আমাদের উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবে। সাংবাদিকরা সত্যটা প্রকাশ করবে। যায়যায়দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন, সাপ্তাহিক রূপকণ্ঠের সম্পাদক নজরুল চৌধুরী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান,যায়যায়দিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মকবুল হোসেন প্রমুখ।