মনি ইসলাম
কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহামুদ হোসেন বলেছেন, সবুজ সিকদার ও চুন্নুর দল সারা রাত্রি জুয়ার আসর জমায় এবং সকাল হলে সেই জুয়ার টাকা ভাগাভাগি করে নেয়। তারা মারামারি হানাহানি প্রতিনিয়তই করে থাকে। ইতিমধ্যে নারায়নগঞ্জের শ্রমিকরা তাদের বিরুদ্ধে বন্দর থানার ১৩টি মামলা করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে জাহাজ শ্রমিক মাহাবুবুর রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
মাহমুদ হোসেন বলেন, সবুজ সিকদারের দলকে হাতে নাতে ধরে গ্রেপ্তারও করা হয়েছিল। সবুজ সিকদারের সাথে আছে একজন গোলাম কবির নামে। কবির সব সময় সবুজ সিকদারের অপকর্মে সহযোগিতা করে থাকে। চাঁদপুরে একটি জাহাজ ডুবে ছিল সেই জাহাজ তুলতে সবুজ সিকদার সেখানে তার লোক পাঠায় ও জাহাজের মালিক মিজানের কাছ থেকে ৭লক্ষ টাকার চাঁদা আদায় করে। সবুজ সিকদার ও তার দল একজন নীরহ ছেলেকে হত্যা করেছে। আমরা বলব যারা খুনি নয় তাদেরকে যেন গ্রেপ্তার করা না হয়। আমাদের দাবি যারা খুনি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।
এসময় উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস ঐক্য ফেডারেশনের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এড.সুমন মিয়া, ইঞ্জিনিয়ার আলমগীর সহ আরও অনেকে।
এমআর/এসএমআর