সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আড়াইহাজারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ নভেম্বর) বিকালে হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আতাউর রহমান আঙ্গুর।
এসময় আড়াইহাজার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আতাউর রহমান আঙ্গুর বলেন, সবাই প্রস্তুত থাকেন। দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের যে কোনো কর্মসূচি পালনে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে আছি এবং থাকবো।
তিনি বলেন, খালেদা জিয়া এদেশের সাবেক প্রধানমন্ত্রী, সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিচ্ছে । খালেদা জিয়ার প্রতি সরকার অন্যায় করছে। বেগম জিয়ার কিছু হলে এর দায়ে সরকারকে নিতে হবে।
আঙ্গুর আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের সময় হয়েছে। আগামীতে জনগণ ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতান আনবে।
এসময় আড়াইহাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ্জাহান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক যুবদল নেতা আলী আজগর, সিরাজুল ইসলামসহ ছাত্রদল,যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।