নবকুমার:
পৃথক সন্ত্রাসী হামলায় বাবা মা কে হারিয়ে এতিম হয়েছেন চনপাড়া এলাকার পারভীন। তিনি স্বজন হারানো বেদনায় কাতর। সেই পারভীনের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। তিনি স্বজন হারানো পারভীনের সকল দায়িত্ব নিয়েছেন। জানা গেছে পারভীন কে মায়ের আদর স্নেহ ভালোবাসা দেবেন হাছিনা গাজী। 

প্রসঙ্গত, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ( ৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বর ও মহিলা লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টি গত বুধবার (২৬ জুন) সন্ত্রাসীদের হামলা নিহত হয়েছেন । গত বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। নিহত বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। হাসান মহুরীকে গত বছরের ২৯ অক্টোবর রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুত্বর আহত করে । পরে তাকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হাসান মহুরী ও বিউটি আক্তার কুট্টির এক মাত্র কন্যা সন্তান পারভীন। তাকে দেখার মত কেউ নেই। সেই এতিম মেয়ের দায়িত্ব নিয়েছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।
তিনি গতকাল চনপাড়ায় নিহত মহিলা লীগ নেত্রী কুট্টির বাসায় যান। কুট্টির এক মাত্র কন্যা সন্তানকে সান্তনা দেন। হাছিনা গাজী পারভীনের বাবা মা হত্যার বিচারের জন্য তার ক্ষমতায় অনুযায়ী সহায়তা দেবেন। সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন,কাউন্সিলর আনোয়ার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা প্রমুখ।
