আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর-বন্দরে নৌকা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক:

আগামী মাসের ১১ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের তিন উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীকে অংশ নিতে চূড়ান্ত হয়েছে আওয়ামীলীগের প্রার্থী। গতকাল রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

দলটির মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদ প্রর্থীরা হলো :

সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। বক্তাবলীতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান এম শওকত আলী। এনায়েতনগরে বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। গোগনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন। কুতুবপুরে নৌকার মনোনয়ন পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। যিনি গতবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে হারিয়েছিলেন। আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান।

এছাড়াও বন্দর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন। ধামগড়ে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাসুম আহম্মেদ। মদনপুর ইউনিয়নে বন্দর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং বর্তমান চেয়ারম্যান গাজী এম এ সালাম। মুছাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। কলাগাছিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।