আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো:গাজী গোলাম মর্তুজা

সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, আগামী নির্বাচনে নৌকা জিতবে। জননেত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আমরা প্রস্তুত আছি। সকল ধরণের ষড়যন্ত্র আমরা রাজপথে থেকে মোকাবেলা করবো। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। গাজী সাহেব,রফিক সাহেব এক হয়েছে। রূপগঞ্জে ইলেকশন নয় সিলেকশন হতে পারে।
গতকাল কাঞ্চনে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গাজী গোলাম মর্তুজা বলেন, ইলেকশন আসলে রূপগঞ্জে কিছু লোক নিজেকে প্রার্থী ঘোষণা করে বসে। ইলেকশনের পরে তাদের খবর থাকে না। তার ঘুম হারাম হয়ে গেছে। ২০০৮ সালে তিনি বিদেশ ছিলেন তার পরও গাজী সাহেব ৫০হাজার ভোটে বিজয়ী হয়েছিলেন। এবার তিনি প্রাথী কথা বলছেন। লাভ নেই তার। সারা রূপগঞ্জের মানুষ গাজী সাহেবের সাথে আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ,রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা।