বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেন, কুসন্তান একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা। যে পরিবারে মা অগ্রণী ভূমিকা পালন করবে সে পরিবারে কুসন্তান হতে পারে না। নাগিনা জোহা স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষিত করার জন্য ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা কাজ করে যাচ্ছেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদেরকেও সচেতন থাকতে হবে। সন্তানের লেখাপড়ার খোঁজ খবর রাখা সহ তার সার্বিক বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ও তাদেরকে সময় দিতে হবে। আর তাহলেই তারা মানুষের মত মানুষ হয়ে সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে। আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আপনারা স্কুলের ভালো চান। তাই স্কুলের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলকে পাশে চাই’।
১০ ফেব্রুয়ারি সোমবার সকালে মদনপুর ইউনিয়নস্থ বাগদোবাড়ীয়ায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় রশিদ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির এডহক কমিটির আহবায়ক ও দাতা সদস্য খায়রুল হোসেন, প্রধান শিক্ষক বদিউল আলম ,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান , এডহক কমিটির সদস্য আব্দুল করিম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাপ হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য হাজী আবুল কাশেম, হাজী আঃ করিম দেওয়ান, হাজী শফিউল্লাহ, ইব্রাহিম মিয়া, এনামুল হক আকাশ, হাজী আমান উল্লাহ, আক্তার হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মুসলিম প্রধান, ইদ্রিছ আলী দেওয়ান গহন, জহিরুল হক মোল্লা, হাজী আওলাদ হোসেন মোল্লা, গোলজার হোসেন, মোস্তফা কামাল ভূঁইয়া ও ওমর ফারুক, জাতীয় পার্টি নেতা হাজী মফিজুল ইসলাম ও আল আমিন, ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া সহ অনেকে।