ফতুল্লা প্রতিনিধিঃ গতকাল কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার প্রেথী মরহুুমা রোকসানা হকের মেয়ে অনামিকা হক মনোয়নপএ জমা দেন সদর উপজেলার নিবাচর্নি অফিসার মোঃ রশিদ মিয়ার কাছে ।
এসময় অনামিকা হকে সাথে মনোয়নপএ জমা দিতে সদর উপজেলা নিবার্চনি অফিসে যান কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার মোঃ আমিন হোসেন সাগর, ২নং ওয়ার্ডে মেম্বার মোঃ জাহানঙ্গীর আলম,৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহানঙ্গীর আলম,৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ মন্টু মিয়া ,৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ হান্নানুর রফিক রঞ্জু ,মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি ও রাশিদা সহ আরো অনেকে । অনামিকা হক বলেন আমার মা মরহুুমা রোকসানা হকে অসমাপ্ত কাজ গুলো করা জন্য আমাকে একবার সুযোর্গ দেয়া হোক ।
আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেনো জনগনের সেবায় নিজেকে নিয়জিত রাখতে পারি এবং কল্যানে কাজ করতে পারি । অনামিকা হক আরো বলেন আমার বাবা মা দুজনেয় দুনিয়া থেকে চলে গেছে আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাদের কে বেহশত নসিব করেন এবলে কান্নায় জড়িয়ে পরেন অনামিকা হক ।