আজ মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন যারা


নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলী, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, নাসিক ১৩, ১৪, ও১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন। আওয়ামীলীগের মনোনয়ন বিতরণের প্রথম দিনেই ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীদের অনেকই। নারায়ণগঞ্জ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন মনোনয়ন প্রত্যাশী।

সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এবারও আমার বিশ্বাস যে তিনি আমাকে সুযোগ দেবেন। প্রধানমন্ত্রী অনেক ভালো বোঝেন। তিনি যেখানে দেবেন সেখানেই কাজ করবো।

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী। আবারও আওয়ামীলীগের মনোনয়ন তিনিই পাবেন বলে আশাবাদী হোসনে আরা বাবলী। মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতিও। ইসরাত জাহান স্মৃতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের মহাজোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় সরব ছিলেন। ওসমান পরিবারের দুই সাংসদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ওসমান পরিবারের পক্ষ থেকেও তার প্রতি এক প্রকার সমর্থন রয়েছে। স¤প্রতি এক অনুষ্ঠানে সেলিম ওসমান ইসরাত জাহান স্মৃতিকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও সমর্থন রয়েছে তার। তাই বিশ্লেষকরা আওয়ামী লীগ থেকে তাকেই এগিয়ে রাখছেন এই প্রতিদ্বন্দিতায়। এছাড়া এর আগে তিনি নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।

এদিকে পিছিয়ে নেই বাকি দুই মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন আক্তার ও নাসিক ১৩, ১৪, ও১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন।

এদিকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা।
অন্যদিকে, বিরোধী দল জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রæয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১২ ফেব্রæয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পরে জানানো হবে।