আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংরক্ষিত আসনে মন্ত্রীর অনুগত প্রার্থী জিতল

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত – ২ নং (আড়াইহাজার, রূপগঞ্জ,সোনারগাঁ) আসনে বিজয়ী হয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের অনুগত সীমা রানী পাল। সুত্রের খবর টেবিল ঘড়ি প্রতীকে সীমা রানী পাল পেয়েছে ২০৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপি নজরুল ইসলাম বাবুর অনুগত শাহিদা মোশারফ- দোয়াত কলম প্রতীকে পেয়েছে ১৭২ ভোট।

সোমবার ১৭ অক্টোবর সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।

সুত্রের খবর সোনারগাঁ ভোট কেন্দ্রে ৮৩ টি ভোট পেয়ে সীমা রানী পাল বিজয়ী হয়। এ কেন্দ্রে শাহিদা মোশারফ ২৬ টি ভোট পেয়েছে, এড. নূরজাহান বই প্রতীকে ২৩ টি ভোট পেয়েছেন। সীমা রানী পালের নিজ ভোট কেন্দ্র রূপগঞ্জে তিনি ১০০ টি ভোট পেয়ে বিজয়ী হন। শাহিদা মোশারফের ভোট কেন্দ্র আড়াইহাজারে শাহিদা বিজয়ী হয়। আড়াইহাজারে সীমা রানী পাল ২৩ টি ভোট পেয়েছেন। লড়াই করেই বিজয়ী হয়েছেন রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা রানী পাল। শুরুতে অনেকে শাহিদা মোশারফকে এগিয়ে রেখেছিলো , তারা বলছিলো আড়াইহাজারে ভোটার বেশি (১৭২ টি ভোট) , রূপগঞ্জে ভোটার কম (১২০টি ভোট)। ভোট শেষে দেখা গেল দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদা মোশারফ পরাজিত হয়েছেন। আড়াইহাজারের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা তার পক্ষে ছিলো। আর রূপগঞ্জে আওয়ামী লীগ নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ সীমা রানী পালের পক্ষে কাজ করেছে। সোনারগাঁয়ের ভোটে তাদের জয়-পরাজয় নির্ধারণ হয়। সোনারগাঁয়ের নির্বাচকবৃন্দ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে সম্মান দিয়েছেন। এছাড়া আড়াইহাজারে মন্ত্রীর প্রার্থী ভোট পেয়েছেন।

ক্ষমতাসীন দলের একাধিক নেতা বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের ম্যাজিকে সীমা রানী পাল বিজয়ী হয়েছেন।