নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সংবাদচর্চার উদ্যোগে হকার নেতা, সাংবাদিক ও নারায়ণগঞ্জের সকল স্তরের হকারদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পূর্বে হকারদের নিয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মুন্না খান সংবাদ প্রচারের বিষয়ে একটি আলোচনা সভা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন হকারদের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেন তিনি। জাকজমকপূর্ণ ওই সংগীত অনুষ্ঠান উপস্থিত সকলেই উপভোগ করেন।
শনিবার (৪ এপ্রিল) বিকালে নগরীর পুরাতন কোর্টস্থ নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে বিভিন্ন পর্যায়ের হকারদের সাথে মত বিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ কথন অনলাইন পোর্টালের সম্পাদক বদিউজ্জামন খানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইটু) সাজ্জাদ রোমান, দৈনিক সংবাদচর্চার নির্বাহী ব্যবস্থাপক শ্যামল চন্দ্র দাস, ব্যবস্থাপনা সম্পাদক খালেদ আলামিন, ইউটিউব ব্যবস্থাপক রবিউল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মো. সজল, নিজস্ব প্রতিবেদক মো. মমিনুল ইসলাম, মাঈনুল হাসান রোমান, বিল্লাল আহমেদ শুভ, সৈয়দ মোহাম্মদ রিফাত, শিপন মীর ও মনি ইসলাম, কোর্ট প্রতিনিধি মো. জসিম, নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী লিমিটেডের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. রবি হোসেন, কাচঁপুর কেন্দ্রের সুপারভাইজার সোহেল রহমান, হকার নেতা মো. খাইরুল ইসলাম, লিটন, নাসির, শিপলু, মো. জসিম, মো. মেহেদি, মো. রাহাত হোসেন সহ নারায়ণগঞ্জের সকল স্তরের হকাররা।