আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কারখানার শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। এসময় ইটপাচকেল নিক্ষেপ করাসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহাদ নামে স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এক কস্টেবল আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। ঘটনাস্থল থেকে স্থানীয় ছোট মোল্লারচর এলাকার শাহাজউদ্দিনের ছেলে ইদ্রীস আলী (২৮) ও একই এলাকার সেরাজউদ্দিনের ছেলে রওশন আলীকে আটক করা হয়েছে।
মোল্লার চর এলাকায় ‘ওসিন ভয়েস এন্টারপ্রাইজ’ নামে স্থানীয় একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বুধবার বিকাল ৩টায় এই ঘটনা ঘটে। চায়নার একটি কোম্পানী এ প্রতিষ্ঠানটি পরিচানা করে আসছেন।
জানা গেছে, ‘ওসিন ভয়েস এন্টারপ্রাইজ’ নামে এ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চামড়াজাত পণ্য উৎপাদন করে আসছিল। এটি স্থাপনের শুরু থেকেই আশপাশের গ্রামের বাসিন্দাদের আপত্তি ছিল। কারখানার নির্গত বর্জ্যের দুর্গ্ধ ছড়ানোসহ গাছপালা নষ্ট হচ্ছে। কালো ধুঁয়ায় কৃষি জমিতে ফসল উৎপান কমে যাচ্ছে। এনিয়ে বেশ কয়েকবার মালিক পক্ষকে অবহিত করলেও তারা কোন কর্ণপাতই করনি। বুধবার মালিক পক্ষের কিছু লোক কারখানায় পরির্দশনে আসলে স্থানীয় দুই থেকে তিন শতাধিক লোক তাদের ওপর হামলা চালায়। এসময় শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরম্পরের ছোঁড়া পাল্টাপাল্টি ইকপাটকেলে আহত হয়েছেন অন্তত ২০জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আহাদ আহত হয়েছেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এসময় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।