নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এর রায় নিয়ে উদ্বেগ থাকতে পারে, কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সোমবার রাজধানীতে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে আমি রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছি। প্রধান বিচারপতিকে আমাদের দলের অবস্থান জানিয়েছি। সোমবার প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী রাষ্ট্রপতিকেও অবহিত করেছি। তাই এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ওবায়দুল কাদের বলেন, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ সবার। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও উপস্থিত ছিলেন
আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বেলে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।