আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিক নিহত

শ্রমিক নিহত

ট্রাক উল্টে শ্রমিক নিহত

 

নিজস্ব প্রতিবেদক:
উপজেলায় পাওয়ার লুম নামে একটি কারখানার এক শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
রোববার (২২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আয়াত আলী (৩০)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যানদী গ্রামের নুকুলের ছেলে। তিনি আড়াইহাজারে পাওয়ার লুম নামে একটি কারখানায় কাজ করতেন।
গোপালদী পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) কাজী এমদাদুল হক বলেন, অন্যান্য দিনের মতো কাজ করছিল আয়াত। সকালে হঠাৎ বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।