আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবস উপলক্ষে চনপাড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংবাদচর্চা রিপোর্ট: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে চনপাড়া কমিউনিটি ক্লিনিকের (একশন এইড বাংলাদেশ পরিচালিত এল আর পি-৫১ ) উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৪ আগস্ট ) সকালে চনপাড়া কমিউনিটি ক্লিনিকে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান , চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও ক্লিনিকের সভাপতি মোঃ বজলুর রহমান । এসময় চনপাড়া একশন এইড কমিউনিটি ক্লিনিকের অফিসার ডাঃ নুসরাত কাদিরসহ শিক্ষক শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।