আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির ইতিহাস ঐতিহ্য প্রাণ ফিরে পাচ্ছে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাংলাদেশে একটা সময় ছিলো আমরা স্বাধীনতার কথা বলতে পারতাম না। স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা হতো। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে । আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন নিয়ে বেচে আছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালিত্ব বৃদ্ধি পাচ্ছে। বাঙালির ইতিহাস ঐতিহ্য প্রাণ ফিরে পাচ্ছে। গানে কবিতায় বাঙালির স্বাধীনতার ইতিহাসের কথা খুজে পাচ্ছি । শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাঙালি জাতি বিশ্ব দরবার মাথা উচু করে দাঁড়াবে।

শুক্রবার (১৪ জুন) ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র উষসীর ৩৭ বছর পূর্তি উপলক্ষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক তারকাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  ।

গোলাম দস্তগীর গাজী বলেন, যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কোন দিন উন্নত লাভ করতে পারে না। তরুণ প্রজন্মকে বাঙালি সাংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে হবে।

মন্ত্রী বলেন, পাকিস্থানের হায়েনার দল যখন রবীন্দ্র সঙ্গীত বন্ধ করে দিয়েছিলো । আমরা আন্দোলনে ফেটে পড়েছিলাম। তখন বাড়িতে বাড়িতে রবীন্দ্র সঙ্গীতের আসর বসাতাম। বর্তমানে পশ্চিম বঙ্গের থেকে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীতে অনেক এগিয়ে আছে।

এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী শিল্পীদের পুরস্কার বিতরণ করেন। উষসীর পক্ষ থেকে গোলাম দস্তগীর গাজী কে ক্রেস্ট প্রদান করা হয়।