নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। দুর্বার গতিতে রাস্তা ঘাটের উন্নয়ন হচ্ছে। শিক্ষা চিকি’সা তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে।
শুক্রবার রূপগঞ্জ উপজেলার ৫৯ নং গোলাকান্দাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পাদ গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন,গোলাকান্দাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি আছে সেখানে হাইস্কুল করা হবে।
গোলাম দস্তগীর গাজী হাই স্কুল করার জন্য সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে শিক্ষা মন্ত্রণালয়ে দরখাস্ত দেয়ার আহবান জানান।
রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে তিনি বলেন, যে কোন সময় ঢাকা-সিলেট মহাসড়কে ৪ লেনের কাজ শুরু হবে। টেন্ডার হয়েছে। এবং ঢাকা বাইপাস ৬ লেন হবে। আগামী ৬ মাসের মধ্যে শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল হাসনাত তাজিম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার জায়েদা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম,গোলাকান্দাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম মিয়া, আওয়ামীলীগ নেতা সাত্তার চৌধুরী, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নারী নেত্রী শীলা রানী পাল সহ অনেকে।