আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজুল হকের জীবনাদর্শকে অনুসরণ করে শুদ্ধ রাজনৈতিক চর্চা করতে হবে,মাহতাব উদ্দিন

শুদ্ধ রাজনৈতিক চর্চা

সিরাজুল হকের জীবনাদর্শকে অনুসরণ করে শুদ্ধ রাজনৈতিক চর্চা করতে হবে,মাহতাব উদ্দিন শুদ্ধ রাজনৈতিক চর্চা

ইমরান সোহেল,চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা মরহুম সিরাজুল হক মিয়ার ২৪ তম মৃত্যুবার্ষিকীতে চৈতন্যগল্লিস্থ তাঁর কবরস্থানে আজ সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়।

আজ ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মরহুম সিরাজুল হক মিয়া চট্টগ্রামে আওয়ামী পরিবারের গণভিত্তি দিয়েছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের আশ্রয় ছিলেন। এমন একজন নেতা জীবনাদর্শকে অনুসরণ করে শুদ্ধ রাজনৈতিক চর্চা করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মরহুম সিরাজুল হক মিয়া জহুর-আজিজের নিখাদ উত্তরসুরী।

তিনি রাজনীতিকে অর্থ-বিত্ত কামাইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি এবং নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী ছিলেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. সাইমুল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মো: ফয়সাল ইকবাল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের ছিদ্দিক আলম, জহির আহমদ চৌধুরী, আবদুর রহমান, আবদুল হান্নান, ইসকান্দর মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ