আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতার্তদের মাঝে গাজীর কম্বল বিতরণ

টি.আই.আরিফ

শীতে কাঁপছে দেশ। তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য হারে। শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে  শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তার নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের কাছে  শীতবস্ত্র পৌছে দিচ্ছেন তিনি ।

গতকাল মুড়াপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন গোলাম দস্তগীর গাজী এমপি। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমান উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ