”আমার ভাই কবরে খুনি কেন বাহিরে প্রশাসনের জবাব চাই “এই স্লোগানকে সামনে রেখে নৌ যান শ্রমিক মাহাবুবুর রহমান ড্রাইভারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় নৌ-যান শ্রমিক মাহাবুব ড্রাইভারের হত্যাকারীদের শাস্তির দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী নৌ যানে চাঁদাবাজি চক্রের মূল হোতা সবুজ সিকার, জাকির হোসেন চুন্নু ও কবির হোসেনকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে নারায়নগঞ্জ ১নং বাস স্ট্যান্ড হতে বিক্ষোভ মিছিল করে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন হয়।
নৌ যান শ্রমিক মাহাবুব ড্রাইভারের হত্যাকারীদের ও দৃষ্টান্ত শাস্তির দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো.শহিদুল ইসলাম মাস্টার বলেন,নৌ-যান সেক্টরে চাঁদাবাজি সবুজ সিকদার কুখ্যাত খুনি এখনো কেন জেলের বাহিরে ঘোরাফেরা করে? আপনি, আমি প্রশাসন দেখে অবাক হয়ে যাচ্ছি ।প্রশাসন এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তারা খুনিকে ধরতে অপরাগতা প্রকাশ করছে। আমরা বলতে চাই আগামী ২৫ফেব্রুয়ারির মধ্যে কুখ্যাত, সন্ত্রাসী সবুজ সিকদারগংদের গ্রেফতার করা না হয়,আইনের আওতায় আনা না হয় তাহলে, শীতলক্ষ্যা নদী সহ সারা বাংলাদেশ অচল হয়ে যাবে।কারন বাংলাদেশে যেখান থেকে আয় হয় তা ধ্বংস হয়ে যাবে।
এসময় নৌ যান শ্রমিক মাহাবুব ড্রাইভারের হত্যাকারীদের শাস্তির দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আলিচুর রহমান,সদস্য সচিব মো.জাহাঙ্গীর, সদস্য ড্রাইভার নুর ইসলাম, রিয়াদ,থামের জিয়াউর খান,শহিদুল ইসলাম সাবু ইঞ্জিনিয়ার আলমগীর উপস্থিত ছিলেন।